চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপি ও যুবদলের শীর্ষ পাঁচ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংগঠন। মঙ্গলবার (২৯ জুলাই) দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিটি বিএনপি সেল মিডিয়া’র ভেরিফাইড অফিসিয়াল পেইজে শেয়ার করা হয়।
বহিস্কৃত ব্যক্তিরা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা
বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম ও যুবদল নেতা কামাল উদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভেতরে সংঘাত ও হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন করায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে আজ দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এবিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল জানান, এবিষয়ে আমি এখনও কিছু জানিনা। রাউজানে আহত নেতাকর্মীদের নিয়ে বর্তমানে আমি চট্টগ্রাম মেডিকেলে আছি।
এদিকে, বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বড়তাকিয়া ও করেরহাটের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।