ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বড়তাকিয়া জামাল শাহ ইসলামি একাডেমির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
একাডেমির শিক্ষক মাষ্টার নাঈম উদ্দীন মুন্না’র সঞ্চালনায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানটির শিক্ষক হাফেজ জাকির হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. রাশেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোবারক হোসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন- আরিফুল ইসলাম, কফিল আহমেদ, রবিউল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শেষ অংশে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।