চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহকারী পরিচয়ে একটি প্রতারক চক্র ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডিকে অজুহাত বানিয়ে বিকাশ নম্বর দিয়ে অর্থ সহায়তা দাবি করছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে একটি মোবাইল নমার থেকে এলাকার বিভিন্ন ব্যক্তির ফোনে টাকা চেয়ে যোগাযোগ করা হয়।
এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, “আমাদের অফিস থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এটি একটি প্রতারক চক্রের কাজ। ইতোমধ্যে জনগণকে সতর্ক করতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সবাইকে অনুরোধ জানানো হচ্ছে—কেউ যেন এই প্রতারণার ফাঁদে পড়ে কোনো ধরনের লেনদেন না করেন।”