মিরসরাইয়ে The Red July’র আহ্বায়ক কমিটি গঠন

জুলাই বিপ্লবের আদর্শ ও চেতনাকে ধারণ করে মিরসরাই উপজেলায় “The Red July” এর আহ্বায়ক কমিটি গঠিত করা হয়েছে। গত ১৫ জুলাই চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক আল নাহিয়ান এবং সদস্য সচিব রবিউল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাহমিদ খানকে আহবায়ক এবং মেহেদী হাসান সদস্য সচিব করে কমিটির অনুমোদন দেয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- আগামী ছয় মাসের জন্য তারা দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরী ও তাহছিনা আক্তার ইমু, যুগ্ম সদস্য সচিব মোঃ শাহিন চৌধুরী ও ইসমত আরা জেনি, কমিটির মুখপাত্র শাহরিয়ার আকিব এবং সহ-মুখপাত্র সাখাওয়াত হোসেন সাকিব।

এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন— নুরুল আলম আজমীন, আহসান হাবিব, ওভি চৌধুরী, মীরজাদা সোহেল, ওমর ফারুক জয়নগরী, ইসরাত জাহান এনি, আজিজুল হক, সায়েম মাহমুদ, রকিবুল ইসলাম ও মোঃ আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

উল্লেখ্য, মীরসরাই উপজেলায় “The Red July” এর এটি প্রথম আনুষ্ঠানিক কমিটি। “The Red July” একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যা জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ ও তার চেতনা সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর