ইছাখালীতে লোকালয়ে চিতাবাঘ সদৃশ প্রাণী, গ্রামজুড়ে আতঙ্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে বন্য প্রাণীর উপস্থিতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, প্রাণীটি দেখতে চিতাবাঘ কিংবা মেছো বাঘের মতো। এর গর্জন ও চলাফেরায় বাঘের ছায়া থাকায় গ্রামবাসীর মধ্যে ভীতির সঞ্চার হয়েছে।

স্থানীয়রা জানান, দক্ষিণ ভূঁইয়া গ্রাম এলাকার পুরাতন ঈদগাঁ কবরস্থানে বেশ কিছুদিন ধরেই প্রাণীটিগুলোর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। বুধবার (১৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন এলাকাবাসী।

জানা গেছে, প্রাণীটির সঙ্গে দুটি শাবকও রয়েছে। যদিও এখন পর্যন্ত মানুষের ওপর কোনো আক্রমণের খবর পাওয়া যায়নি, তবে কয়েকবার গরু ও ছাগলের ওপর আক্রমণের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা রায়হান উদ্দিন জানান, দক্ষিন ভূঁইয়া গ্রামের ঈদগাহ করস্থানে দুটি চিতাবাঘের বাচ্ছা দেখা গিয়েছে, এলাকাবাসী কে সতর্ক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের জুরুরী পদক্ষেপ গ্রহনের অনুরোধ রইলো।

#

এ বিষয়ে মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল গফুর বলেন, “বিষয়টি এখনও কেউ আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। সাধারণত এসব বন্য প্রাণী সহজে কাউকে আক্রমণ করে না, যদি না তাদের উত্যক্ত করা হয়। তাই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সঠিক অবস্থান জানা গেলে উদ্ধার কার্যক্রম গ্রহণ করা হবে।”

এ সম্পর্কিত আরও খবর