চট্টগ্রামের মিরসরাইয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ জুয়েল মন্ডল (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি টাঙ্গাইল জেলার কালিহাতি থানার শল্লা ইউনিয়নের নিজাম মন্ডলের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের জানা যায় কক্সবাজার থেকে ঢাকার দিকে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় বিপুল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থামানোর জন্য সিগনাল দেয়া হলে বাসটি থামকেই অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে প্যান্টের দুই পকেট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপস্থিত জনসম্মুখে আসামিকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযুক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।