মেলখুম ট্রেইলে পড়ে দুই বন্ধুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত মেলখুম ট্রেইলে পড়ে গিয়ে গালিব (২২) ও রিদয় (২২) নামের দুই তরুণ পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি ফেনী জেলায়।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে ফেনী থেকে তিন বন্ধু মিলে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। পরে তাদের সঙ্গে স্থানীয় আরও দুইজন যোগ দেন। পাঁচজন মিলে ট্রেইলে ঘুরতে গেলে এক পর্যায়ে একজনের ব্যাগ নিচে পড়ে যায়। সেই ব্যাগ উদ্ধার করতে গিয়ে গালিব ও রিদয় নিচে নামলে তারা গভীর খাদে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় আহত সৈকত ইসলাম মিরাজ জানান, “মঙ্গলবার সকালে আমরা পাঁচজন মিলে ঘুরতে গিয়েছিলাম। একজনের ব্যাগ পড়ে গেলে সেটা আনতে গিয়ে গালিব আর রিদয় নিচে নেমেছিল। তখনই তারা দুর্ঘটনার শিকার হয়।”

#

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের একটি দল বুধবার দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে গালিব ও রিদয়ের মরদেহ উদ্ধার করে। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজু সিংহ বলেন, আমাদের হাসপাতালে আহত অবস্থায় মিরাজ, রায়হান, ফাহিম নামে তিনজনে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়েছে। তারা এখনও ফিরেনি। পরে বিস্তারিত জানাতে পারবো।

এ সম্পর্কিত আরও খবর