চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাদামতলী বাজারে রাতের আঁধারে চোরের দল একটি দোকানে হানা দিয়ে সমস্ত মূল্যবান মালামাল লুটে নিয়েছে। এতে নিঃস্ব হয়ে গেছেন দোকানটির মালিক হাফেজ ইকবাল হোসাইন।
ঘটনাটি ঘটেছে সোমবার (৭ জুলাই) দিবাগত মধ্যরাতে বাদামতলী বাজারের ‘ইকবাল ডিপার্টমেন্টাল স্টোরে’। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী দোকানদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাতে বাসায় ফিরে যান হাফেজ ইকবাল। রাত আনুমানিক ৩টার দিকে এক পরিচিত ব্যক্তি ফোন করে জানান, তার দোকানের দরজা খোলা রয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি করে দোকানে এসে দেখেন, দোকানের ভেতরের মূল্যবান পণ্যসামগ্রী চোরেরা লোপাট করে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত হাফেজ ইকবাল হোসাইন বলেন,
“আমার দোকানের সব মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি। গত বছর রমজান মাসেও একবার চুরির শিকার হয়েছিলাম। তখনও বিশাল ক্ষতি হয়েছিল। সেই ক্ষতির ধাক্কা এখনো সামলাতে পারিনি। আমার নামে ব্যাংকে অনেক টাকা ঋণ রয়েছে। আগামী সপ্তাহেই ২৫ হাজার টাকার কিস্তি পরিশোধ করতে হবে। এখন কীভাবে সামাল দেব কিছুই বুঝে উঠতে পারছি না। আমার সব শেষ হয়ে গেছে।”
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান,
“চুরির ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”