ইরান পুনরায় উন্মুক্ত করল আকাশসীমা: ধাপে ধাপে চালু হচ্ছে বিমান চলাচল

সাম্প্রতিক ইসরায়েল-ইরান সশস্ত্র উত্তেজনার প্রেক্ষিতে বন্ধ হয়ে যাওয়া আকাশসীমা ধাপে ধাপে পুনরায় উন্মুক্ত করছে ইরান। বৃহস্পতিবার (৪ জুলাই) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে, রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলের বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও দেশের উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু বিমানবন্দর আবারও কার্যক্রম শুরু করেছে। এসব বিমানবন্দর থেকে প্রতিদিন সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল করবে বলে জানানো হয়েছে। তবে এখনও ইসফাহান ও তাবরিজ শহরের বিমানবন্দর দুটি বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ওই শহরগুলোতেও বিমান চলাচল শুরু হবে।

জানা গেছে, গত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। উত্তরে ইরানও তেল আবিব লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এই টানটান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির পর থেকেই ইরান পর্যায়ক্রমে নিজেদের আকাশসীমা খুলে দিচ্ছে।

এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলের আকাশপথ ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের সুযোগও সম্প্রসারিত হচ্ছে।

#

সূত্র: আইআরএনএ (IRNA)

এ সম্পর্কিত আরও খবর