গাজায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ৯৫ ফিলিস্তিনি

গাজায় একের পর এক ইসরাইলি হামলায় অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার লক্ষ্য ছিল ক্যাফে, স্কুল, হাসপাতাল ও ত্রাণ বিতরণ কেন্দ্র।

সোমবারের হামলায় নিহতদের মধ্যে ৬২ জন গাজা সিটি ও এর উত্তরাঞ্চলের বাসিন্দা। জানা গেছে, গাজা সিটির উত্তরাংশে সমুদ্রতীরবর্তী আল-বাকা ক্যাফেটেরিয়ায় একদল নারী ও শিশু জন্মদিন উদযাপন করছিলেন। হঠাৎ ইসরাইলি বোমা হামলায় সেখানে ৩৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন সাংবাদিক ইসমাইল আবু হাতাব।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই ক্যাফের কোনো রাজনৈতিক বা সামরিক সম্পর্ক ছিল না।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, কোনো সতর্কতা ছাড়াই ওই এলাকায় হামলা চালানো হয়। এটি অনেক বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল ছিল। এছাড়া, গাজা সিটির ইয়াফা স্কুলে আশ্রয় নেওয়া শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পাঁচ মিনিট সময় দিয়ে হামলা চালানো হয়।

#

হামলার আগে পালিয়ে যাওয়া হামাদা আবু জারাদেহ বলেন, “৬৩০ দিনেরও বেশি সময় ধরে আমরা কেবল মৃত্যু আর হতাশা দেখছি।”

এছাড়া, মধ্য গাজার আল-আকসা হাসপাতাল চত্বরে এবং দক্ষিণ গাজার খান ইউনিসে, বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (GHF) খাদ্য বিতরণ কেন্দ্রে হামলা চালায় ইসরাইল। সেখানে ১৫ জন নিহত ও ৫০ জন আহত হন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর