পারমাণবিক কর্মসূচির হাল ছাড়বে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে। যেকোনো মূল্যে অব্যাহত থাকবে ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি’। লন্ডনভিত্তিক ওয়েবসাইট ‘নিউ এরাব’কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তিনি বলেন, কোনোভাবেই পরমাণু প্রযুক্তি পরিত্যাগ করবে না তেহরান। কারণ এটি অর্জনে মৃত্যুসহ বহু ত্যাগ-তিতীক্ষার শিকার হতে হয়েছে দেশটির পরমাণু বিজ্ঞানীদের।

অপরদিকে, পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরানের জনগণের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধ আর নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখান থেকে সরে আসবে না ইরান। এমনটাও জানান আব্বাস আরাগচি।

এ সম্পর্কিত আরও খবর