ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক বড় ধরনের হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুতই শেষ করতে চায় ইসরায়েল। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় আরব মিত্র দেশগুলোর মাধ্যমে তেহরানের কাছে বার্তা পাঠিয়েছে তেলআবিব। সোমবার (২৩ জুন) প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত এখন পুরোপুরি ইরানের হাতে। ইসরায়েল চায়, সংঘাত দ্রুত নিষ্পত্তি হোক, তবে তেহরান এখনই থামার পক্ষপাতী নয়। কারণ তারা যুক্তরাষ্ট্রের হামলার পূর্ণ জবাব দিতে চায়।
ইসরায়েলের চ্যানেল-১২ টেলিভিশনের খবরে বলা হয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে মুক্ত করার পরিকল্পনা করছে ইসরায়েল। তেলআবিবের ধারণা, খুব শিগগিরই এই অভিযানের মাধ্যমে তাদের কৌশলগত লক্ষ্য পূরণ সম্ভব হবে।
আরব দেশগুলোর একাধিক কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইসরায়েল এই অভিযান শেষ করতে প্রস্তুত রয়েছে। কিন্তু ইরান এখনই যুদ্ধ বন্ধের পক্ষে নয়। তারা চায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার যথাযথ প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ।
একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে জানান, ‘যদি ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে, তাহলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধ করতে প্রস্তুত। সবকিছু নির্ভর করছে ইরানের সিদ্ধান্তের ওপর। যদি কোনও চুক্তি হয়, তাহলে আমরা এই অভিযানের ফলাফলে সন্তুষ্ট হব।’