কাতারের রাজধানী দোহার নিকটবর্তী মার্কিন ঘাঁটি ‘আল উদেইদ’-এর দিকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা। এ ঘটনায় কাতার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।
কাতার সরকার এক বিবৃতিতে জানায়, এই হামলা দেশটির ভৌগলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। তারা এমন হামলার তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, প্রয়োজন হলে কাতার যথাযথ জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।
কাতারের প্রতিক্রিয়ার পর ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল কাতারের আবাসিক এলাকা থেকে অনেক দূরের মার্কিন ঘাঁটি। তাদের ভাষ্য, “এই হামলা কাতার বা কাতারের জনগণের জন্য কোনো হুমকি নয়। ইরান ও কাতারের মধ্যকার উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”
ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়, কাতারের সার্বভৌমত্ব বা নাগরিকদের নিরাপত্তার প্রতি কোনো অবহেলা দেখানো হয়নি।
সূত্র: আলজাজিরা