যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর রাশিয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়েছে ইরান। এ লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে মস্কো পাঠানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য উঠে এসেছে।
রয়টার্স জানায়, ইসলামি বিপ্লবের (১৯৭৯) পর এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি এবং দেশটিতে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। এ ধরনের অবস্থান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও নাজুক করতে পারে বলে মনে করছে রাশিয়া।
এরই প্রেক্ষিতে আজ সোমবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি চিঠি হস্তান্তর করেন। সেই চিঠিতে রাশিয়ার কাছ থেকে তেহরানের প্রতি আরও জোরালো সমর্থন চাওয়া হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে এক শীর্ষ সূত্র।
তবে ইরানের পক্ষ থেকে রাশিয়ার কাছে কী ধরনের সহায়তা চাওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানি সূত্রগুলো বলছে, এখন পর্যন্ত রাশিয়ার সমর্থনে তেহরান পুরোপুরি সন্তুষ্ট নয়। ওয়াশিংটন ও তেল আবিবের (ইসরায়েল) বিরোধী অবস্থানে মস্কোর আরও দৃঢ় অবস্থান প্রত্যাশা করছে তারা।