ট্রাম্পের ইঙ্গিত\ ইরানে সরকার পরিবর্তন হতে পারে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর দেশটির সরকার পরিবর্তনের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘সরকার পরিবর্তন’ (রেজিম চেঞ্জ) শব্দটি রাজনৈতিক দিক থেকে সঠিক না হলেও, বর্তমান ইরানি সরকার যদি দেশকে আবারও মহিমান্বিত করতে না পারে, তবে সরকার পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক।

নিজস্ব ধাঁচে ‘মেইক ইরান গ্রেট অ্যাগেইন’ (ইরানকে আবার মহান করো) উল্লেখ করে তিনি লেখেন ‘এমআইজিএ’, যা তার পূর্বের নির্বাচনী স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’-এর অনুকরণে তৈরি।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই বক্তব্য তার প্রশাসনের পূর্বের অবস্থানের স্পষ্ট পরিবর্তন। এতদিন হোয়াইট হাউজ বলেছিল, তারা ইরানের সরকার পতনের চেষ্টা করছে না। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এসব দেশের অনেকগুলোতেই যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি রয়েছে, যা ঝুঁকির মধ্যে পড়েছে।

#

বাহরাইন সরকার জানিয়েছে, তাদের ৭০ শতাংশ সরকারি কর্মচারীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তার বর্তমান পরিস্থিতির কারণে নাগরিক ও বাসিন্দাদের শুধু প্রয়োজনীয় সময়েই প্রধান সড়কগুলো ব্যবহার করতে বলা হচ্ছে, যাতে জরুরি কর্তৃপক্ষ নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে এবং জননিরাপত্তা নিশ্চিত করা যায়।

আন্তর্জাতিক কৌশল বিশ্লেষক হাসান আলহাসান সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হলে তা পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ যুদ্ধের রূপ নিতে পারে।

পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতি খুবই উত্তপ্ত। সামান্য উসকানিতেও বড় ধরনের সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে, যার নেতিবাচক প্রভাব পড়বে সারা বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থায়।

এ সম্পর্কিত আরও খবর