রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৮৬ জন এবং আহত হয়েছেন আরও ৪৯২ জন। সোমবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
নিহতদের মধ্যে ৫৮ জন প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বাহিনীর গোলায় এবং ২৮ জন নিহত হয়েছেন খাদ্য সংগ্রহ করতে গিয়ে সেনাদের এলোপাতাড়ি গুলিতে।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজার বিভিন্ন হাসপাতালে ৮৬ জনের মরদেহ ও ৪৯২ জন আহতকে নেওয়া হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন এবং সরঞ্জাম ও জনবলের অভাবে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
২০২৩ সালের অক্টোবরে আইডিএফ গাজায় অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৭৪৪ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৫৮ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি।
এদিকে, গত ১৯ জুন যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস দুই মাসের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ফের অভিযান শুরু করে ইসরায়েল। ওই সময় থেকে এখন পর্যন্ত পাঁচ মাসে গাজায় নিহত হয়েছেন আরও ১০ হাজার ৯০০ জন এবং আহত হয়েছেন ৪৬ হাজার ২১৮ জন।