ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২২ জন মানবিক সহায়তা নিতে আসা মানুষ। এছাড়া অনাহারে মারা গেছেন আরও আটজন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।
চিকিৎসা সূত্র জানায়, ইসরায়েলি সেনারা গাজা সিটির ভেতরে আরও গভীরে প্রবেশ করছে এবং প্রায় এক মিলিয়ন মানুষকে জোরপূর্বক উৎখাতের অংশ হিসেবে অভিযান চালাচ্ছে। শনিবার পাওয়া ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি ট্যাংক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করেছে। কাছাকাছি জায়তুন পাড়ায় গত এক সপ্তাহ ধরে বারবার হামলা চালানো হচ্ছে। সর্বশেষ হামলায় এক শিশু নিহত হয়েছে।
এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত পরিবারের তাবুতে গোলাবর্ষণে ছয় শিশুসহ অন্তত ১৬ জন নিহত হন। দিনভর বিভিন্ন জায়গায় মানবিক সহায়তা নিতে গিয়ে আরও ২২ জন নিহত হয়েছেন।