আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে যাত্রীবাহী একটি বাস, মোটরসাইকেল ও জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ভয়াবহ বিস্ফোরণ হয় এবং বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, নিহতদের মধ্যে ট্রাকচালক, সহকারী, মোটরসাইকেলের চালক ও যাত্রী ছাড়া বাকি ৬৭ জনই বাসযাত্রী ছিলেন। দুর্ঘটনায় মাত্র তিনজন যাত্রী বেঁচে আছেন।
বাসের যাত্রীরা সবাই ইরান থেকে ফিরছিলেন আফগান শরণার্থী।