ইরান থেকে ফেরা ৭১ আফগানি সড়ক দুর্ঘটনায় নিহত

আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে যাত্রীবাহী একটি বাস, মোটরসাইকেল ও জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ভয়াবহ বিস্ফোরণ হয় এবং বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, নিহতদের মধ্যে ট্রাকচালক, সহকারী, মোটরসাইকেলের চালক ও যাত্রী ছাড়া বাকি ৬৭ জনই বাসযাত্রী ছিলেন। দুর্ঘটনায় মাত্র তিনজন যাত্রী বেঁচে আছেন।

বাসের যাত্রীরা সবাই ইরান থেকে ফিরছিলেন আফগান শরণার্থী।

এ সম্পর্কিত আরও খবর