নাইজেরিয়ায় ফজরের নামাজরত মুসল্লীদের উপর নরকীয় হামলা, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজ আদায়ের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন আলজাজিরাকে।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মালুমফাশি স্থানীয় সরকার এলাকার উঙ্গুওয়ান মানতাউয়ের প্রত্যন্ত গ্রাম গ্রিনিচ মান্টাউ মসজিদে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ চলাকালীন হঠাৎ বন্দুকধারীরা গুলি চালাতে শুরু করে। ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পালিয়ে যাওয়া মুসল্লিদের দিকেও গুলি ছোড়া হয়।

এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য অঞ্চলে এ ধরনের হামলা প্রায়ই ঘটে থাকে। জমি ও পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে স্থানীয় কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষের জেরে সাধারণ মানুষও হামলার শিকার হচ্ছেন।

চলতি বছরের জুন মাসে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারকে প্রায় প্রতিদিনের রক্তপাত বন্ধের আহ্বান জানায়। সংস্থাটির তথ্যমতে, বেনু রাজ্যের ইয়েলওয়াটা এলাকায় সন্ত্রাসীরা বিশেষভাবে সক্রিয়।

#

নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, সাম্প্রতিক বছরগুলোতে এ সংঘাত আরও মারাত্মক আকার ধারণ করছে। ক্রমেই আরও বেশি পশুপালক অস্ত্র হাতে তুলে নিচ্ছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।

কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানান, মঙ্গলবারের এ হামলার পরপরই উঙ্গুওয়ান মানতাউ এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ভবিষ্যৎ হামলা প্রতিরোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলেও তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর