গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও শতাধিক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় একদিনে আরও বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে চলমান সংঘাতে গাজায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬১ হাজার ৬০০ জনে।

মঙ্গলবার (১২ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর বরাতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৫৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায়ই অন্তত ১০০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে; এর মধ্যে ১১ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। একই সময়ে আহত হয়েছেন আরও ৫১৩ জন। ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৮ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য, এখনও বহু মরদেহ ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, কিন্তু অব্যাহত হামলার কারণে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা সেগুলো উদ্ধার করতে পারছেন না।

#

এদিকে গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় ৩১ ফিলিস্তিনি নিহত ও ৩৮৮ জন আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে মোট নিহত হয়েছেন ১ হাজার ৮৩৮ জন এবং আহত হয়েছেন অন্তত ১৩ হাজার ৪০৯ জন।

একই সময়ে অনাহার ও অপুষ্টিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুইজন শিশু। এ নিয়ে গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে—এর মধ্যে ১০৩ জনই শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৮ মার্চ থেকে ইসরায়েলের পুনরায় হামলায় এখন পর্যন্ত ১০ হাজার ৭৮ জন নিহত এবং ৪২ হাজার ৪৭ জন আহত হয়েছেন। এই হামলা জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে চালানো হয়।

এ সম্পর্কিত আরও খবর