গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর সারাদিনের গোলাবর্ষণে বুধবার (৩০ জুলাই) অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫৫৪ জন।
বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে জানানো হয়, বেসামরিক মানুষদের লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে বহু হতাহত আটকা পড়েছেন, যাদের উদ্ধারে পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬০ হাজার ৩৩২ জন, আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৬৪৩ জনে।
বিবৃতিতে আরও বলা হয়, ত্রাণের জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষদের ওপরও ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। শুক্রবার গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫৩ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৪০০ জন।