ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করে, তাহলে তাদের পারমাণবিক সক্ষমতা এমন দ্রুততায় নিশ্চিহ্ন করে দেওয়া হবে যে, কেউ আঙুল তোলার আগেই তা শেষ হয়ে যাবে।
সোমবার স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প। তিনি বলেন, “ইরান খুব খারাপ সংকেত দিচ্ছে, খুবই বাজে বার্তা পাঠাচ্ছে। ইরানের এটা করা উচিত নয়। আমরা তাদের পারমাণবিক সম্ভাবনাকে নিশ্চিহ্ন করে দিয়েছি। তারা আবার এটা শুরু করতে পারে। যদি তারা করে, আপনি আঙুল তোলার আগেই আমরা সেটা নিশ্চিহ্ন করে দেব। আমরা এটা নির্দ্বিধায় করবো।”
এর আগে, গত সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার। তিনি জানান, তাদের কার্যক্রম শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হবে।