সিরিয়া-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত

সিরিয়া ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক। শুক্রবার (১৮ জুলাই) এক্সে দেওয়া বিবৃতিতে তিনি জানান, এই চুক্তিকে তুরস্ক, জর্ডানসহ প্রতিবেশী দেশগুলো স্বাগত জানিয়েছে।

ব্যারাক বলেন, “ড্রুজ, বেদুইন ও সুন্নি সম্প্রদায়ের প্রতি আহ্বান—অস্ত্র নামিয়ে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ সিরিয়া গঠনে এগিয়ে আসুন।”

এর আগে বুধবার ইসরায়েল দামেস্কে বিমান হামলা চালায়, যাতে তিনজন নিহত হয়। সরকার দাবি করে, হামলার লক্ষ্য ছিল ড্রুজদের রক্ষা করা।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানান, সুয়েইদা থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে এবং ড্রুজদের সঙ্গেও পৃথক যুদ্ধবিরতিতে পৌঁছেছে সরকার। তবে তিনি অভিযোগ করেন, “ইসরায়েল সিরিয়ার ভেতরে বিভেদ ছড়াতে চায়।”

#

সূত্র: সিএনএন

এ সম্পর্কিত আরও খবর