ভারতের গুজরাট রাজ্যের গম্ভীরা-মুজপুর সেতুর একটি অংশ ধসে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে, যখন সেতুটি দিয়ে একাধিক গাড়ি চলাচল করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুটি ভেঙে পড়ার সময় দুটি ট্রাক, একটি এসইউভি (বোলেরো) ও একটি পিকআপ ভ্যান সেখানে ছিল। হঠাৎ বিকট শব্দে সেতুর একাংশ নদীতে তলিয়ে যায়, সঙ্গে ডুবে যায় গাড়িগুলোও।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের দল। উদ্ধার অভিযানে স্থানীয়রাও অংশ নেন। এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে, নদীতে ডুবে যাওয়া গাড়িগুলো টেনে তুলতে আনা হয়েছে ক্রেন।
স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে গম্ভীরা সেতুটি অবহেলায় ছিল। এই সেতুটি গুজরাটের আনন্দ, ভদোদরা, ভরুচ ও অঙ্কলেশ্বর জেলার মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হলেও দীর্ঘদিন ধরে এর রক্ষণাবেক্ষণ হয়নি, ফলে এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।
একজন বাসিন্দা বলেন, “সেতুটি বহুদিন ধরে বিপজ্জনক ছিল। বারবার জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
ঘটনার পর কংগ্রেস নেতা অমিত চাভদা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে দ্রুত উদ্ধার কার্যক্রম চালানোর দাবি জানান। তিনি বলেন, “এই সেতুর সঙ্গে বহু জেলার মানুষের জীবন ও জীবিকা জড়িত। দ্রুত বিকল্প ব্যবস্থা নিতে হবে।”