স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি দিয়ে মিরসরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) হাসপাতাল চত্ত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, মিরসরাই উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের মিরসরাই উপজেলা শাখার সভাপতি কাজী সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল আলম, সহ-সভাপতি হোসনে আরা মীর,সহ-সম্পাদক আরিফুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নাছিমা আক্তার (AHI)৷ এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী ইমতিয়াজ উদ্দিন, নাজমা আক্তার, জিয়াউল হক খান,ইসমত আরা,আমিনুল ইসলাম,কাকলী রানী, বিনা রানী,জোৎস্না রানী,ও জাহেদ রফিক সহ অনেকেই৷
বক্তারা বলেন, ৬ দফা দাবি উপস্থাপন করেন৷ মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। ৬ দফা বাস্তবায়ন তাদের প্রাণের দাবি৷বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, স্বাস্থ্য সহকারীদের এই দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে, যা মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।