দেশজুড়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে নতুন করে অন্তত ৫০০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা নিয়েছে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট। জাইকার অর্থায়নে বাস্তবায়িত হলে দেশের দুর্গম হাওর, পাহাড় ও চরাঞ্চলেও এ সেবা পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (২০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান বলেন, বর্তমানে প্রত্যাশিত অনুপাতে পর্যাপ্ত ক্লিনিক না থাকায় স্থানীয় স্বাস্থ্যকর্মীদের ওপর বাড়তি চাপ পড়ছে। এ ঘাটতি পূরণেই নতুন ক্লিনিক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্রাস্টের মাঠ প্রশাসনের পরিচালক আসিফ মাহমুদ জানান, সেবার পাশাপাশি শক্তিশালী অবকাঠামো গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নিজস্ব ভবন নির্মাণ, প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঝুঁকিপূর্ণ ক্লিনিক পুনর্নির্মাণ, ডিজিটাল রেফারেল সিস্টেম ও নারীর অংশগ্রহণ বাড়ানো। বর্তমানে ৫৪ শতাংশ নারী সিএইচসিপি থাকলেও তা ৮০ শতাংশে উন্নীত করার উদ্যোগ চলছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে টেলিমেডিসিন, সৌরবিদ্যুৎ, স্থানীয় অ্যাম্বুলেন্স ও বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা চালুর পরিকল্পনা রয়েছে।
বর্তমানে দেশে ১৪ হাজার ৪৬৭টি কমিউনিটি ক্লিনিক সক্রিয় রয়েছে, যেখানে প্রায় ১৪ হাজার স্বাস্থ্যকর্মী নিয়মিত সেবা দিচ্ছেন।