ডেঙ্গুতে তিন জনের মৃত্যু, নতুন ভর্তি ৪২৫

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১৮৮ জন। মৃত্যু হয়েছে ৫১ জনের।

২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১,০১,২১৪ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ৫৭৫ জন।

#

এর আগে, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩লক্ষ ২১ হাজার ১শ ৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যুর সংখ্যা ছিল ১হাজার  ৭’শ ৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকাল ও এর পরবর্তী সময়ে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গুর প্রকোপও বাড়ে। এ সময় সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।

এ সম্পর্কিত আরও খবর