এমদাদ খন্দকার
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১, মিরসরাই আসন হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
আসসালামু আলাইকুম, প্রিয় মিরসরাইবাসী ভাই ও বোনেরা,
মিরসরাইয়ের রাজনৈতিক ইতিহাস ত্যাগ, আদর্শ ও আন্দোলনে সমৃদ্ধ। এখানে অনেক ত্যাগী ও সাহসী নেতা রয়েছেন। তবে, যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন, তাদের মধ্যে আমি, এমদাদ খন্দকার, আপনাদের সামনে একজন সৎ, নিষ্ঠাবান ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করছি।
আমি আমার পিতা, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম ওবায়দুল হক খন্দকার–এর মতো সততার সাথে আপনাদের খেদমত করতে চাই।
আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ আমি জাতীয় সংসদে আপনাদের কণ্ঠস্বর হতে চাই।
আপনারা যদি আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেন, আমি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে ও আমার এই সাত প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নিরন্তর চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
✦ আমার নির্বাচনী সাত অঙ্গীকার ✦
১. শান্তির মিরসরাই:
ঘুষ, দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূল করে মিরসরাইকে একটি শান্তিপূর্ণ জনপদে পরিণত করা।
২. শিশু অধিকার:
এতিম ও অবহেলিত শিশুদের উপর সকল নির্যাতন ও অবিচার বন্ধ করে তাদের শিক্ষার সুযোগ ও বিকাশ নিশ্চিত করা।
৩. নারী নিরাপত্তা ও স্বনির্ভরতা:
মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করে আত্মহত্যার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা এবং ঘরে বসে আয় করার ব্যবস্থা তৈরি করা।
৪. পিতা-মাতার অধিকার:
বৃদ্ধ পিতা-মাতার উপর কুলাঙ্গার সন্তানের জুলুম-অত্যাচার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।
৫. যুব সমাজের উন্নয়ন:
যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে মুক্ত করে দক্ষ ও সুসংগঠিত জাতি গঠনে উদ্যোগ গ্রহণ করা।
৬. বেকারত্ব দূরীকরণ:
দীর্ঘদিন ধরে উপেক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা। বিশ্বখ্যাত ড. ইউনূস স্যারের “তিন শূন্য পৃথিবী” ভাবনার আলোকে আমরা বেকারত্বকে দূর করবো।
৭. বন্যা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন:
সম্প্রতি দুইবার বন্যায় ক্ষতিগ্রস্ত মিরসরাইবাসীর দুর্দশা থেকে উত্তরণের লক্ষ্যে খাল খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন করা হবে।
আমি আমার বাবার মতোই মিরসরাইয়ে “খালকাটা কর্মসূচি” চালু করবো, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি একজন বিএনপি পরিবারের সন্তান। আমার পিতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিশ্বস্ত অনুসারী। আমিও সেই আদর্শের ধারক ও বাহক।
আমার নেত্রী – গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া,
আমার নেতা – আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। আসুন, মিরসরাইকে গড়ি দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত একটি জনপদ হিসেবে। আপনার ভোটে আমি যদি জয়ী হই, তাহলে এই সাত প্রতিশ্রুতির প্রতিটিই হবে আমার সংগ্রামের অঙ্গীকার।