আত্মহত্যার চেষ্টা: আলোচিত কনটেন্ট ক্রিয়েটার হিরো আলম হাসপাতালে ভর্তি

বগুড়ার আলোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম ওরফে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হিরো আলম ধুনট উপজেলার যমুনা নদী তীরবর্তী ভান্ডারবাড়ি গ্রামে তার ঘনিষ্ঠ বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে যান। সেখানেই রাতের বেলা দুই বন্ধুর মধ্যে রিয়া মনিকে নিয়ে দীর্ঘ আলাপ হয়। পরে দু’জন পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন।

পরদিন সকাল ১১টার দিকে বন্ধু সাগর হিরো আলমকে ডাকলেও সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এসময় হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বন্ধু জাহিদ হাসান সাগর জানান, “রিয়া মনিকে নিয়ে অনেক হতাশা প্রকাশ করছিল হিরো আলম। বলছিলেন, যেখানেই যান, মানুষ বিরক্ত করে, নানা প্রশ্ন করে। একটু নিরিবিলি সময় কাটাতেই তিনি আমার বাড়িতে এসেছিলেন। আমার ধারণা, রিয়া মনিকে না পাওয়ার হতাশা থেকেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।”

#

এ বিষয়ে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, “ঘুমের ওষুধ সেবনের কারণে হিরো আলম হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে তার স্বজনরা তাকে সেখানে নিতে আপত্তি করছেন।”
তবে চিকিৎসকের ভাষ্যমতে, বর্তমানে হিরো আলম শঙ্কামুক্ত রয়েছেন।

এ ঘটনার পর সামাজিক মাধ্যমে হিরো আলমের শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

এ সম্পর্কিত আরও খবর