ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি এখন হাসপাতালে ভর্তি। একইসঙ্গে অসুস্থ তার ছেলে পূণ্য এবং দত্তক নেয়া কন্যা সন্তান সাফিরা সুলতানা প্রিয়ম। এর মধ্যে মেয়ে আইসিইউতে ভর্তি রয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে পরীমণি নিজেই বিষয়টি জানান। তিনি লেখেন—
“আমার মেয়ে আইসিইউতে। আমার ছেলের ১০২ ডিগ্রি জ্বর। আমার ১০৩.৫ ডিগ্রি জ্বর এবং সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট। আল্লাহ।”
শারীরিকভাবে অসুস্থ থাকায় এর আগে ছেলে পূণ্যসহ হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তীতে জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শে আবারও হাসপাতালে ভর্তি হতে হয় পরীমণিকে।
তার ঘনিষ্ঠজনরা জানান, শ্বাসকষ্ট কমাতে পরীমণিকে নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ করতে হচ্ছে। এতে কিছুটা উন্নতি হলেও এখনো তার উচ্চ জ্বর ও শরীরব্যথা রয়েছে। চিকিৎসকরা কয়েকদিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন।
২০২২ সালের ১০ আগস্ট পরীমণির ছেলে পূণ্য জন্ম নেয়। ছেলের জন্মের পর কিছুদিন অভিনয় থেকে দূরে থাকলেও পরবর্তীতে তিনি আবারও অভিনয়ে ফিরেন। এদিকে চলতি বছরের মে মাসে তিনি জানান, কয়েক মাস আগে একটি কন্যাসন্তান দত্তক নিয়েছেন, যার নাম সাফিরা সুলতানা প্রিয়ম।