ঠোঁট ফুলে চেহারা বিকৃত, ফিলার সরালেন উরফি জাভেদ

ভারতের আলোচিত ও সমালোচিত মডেল উরফি জাভেদ। একের পর এক ব্যতিক্রমী ও উদ্ভট পোশাকে হাজির হয়ে দর্শক-ভক্তদের চমকে দেওয়া যেন তার নেশা হয়ে উঠেছে। বিতর্ক আর আলোচনার কেন্দ্রে থাকা এই মডেল ভক্তদের চমকে দেওয়ার ক্ষেত্রে বরাবরই পারদর্শী।

তবে এবার উরফিকে দেখে উদ্বিগ্ন তার অনুরাগীরা। সম্প্রতি ঠোঁট এতটাই ফুলে গেছে যে, এক ঝলকে তাকে চেনা কঠিন হয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগেই চোখ-মুখ ফুলে একাকার হয়ে গিয়েছিল উরফির। জানা গেছে, তীব্র অ্যালার্জির কারণেই এমনটি হয়েছিল।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন উরফি, যেখানে দেখা যায়—তার ঠোঁট এতটাই ফুলে গেছে যে মুখের আদলই পুরো বদলে গেছে। সেই ভিডিও দেখে অনেকেই ভয় পেয়ে গিয়েছেন।

এক সাক্ষাৎকারে উরফি জানান, বহু বছর আগে তিনি ঠোঁটে ফিলার নিয়েছিলেন। সেই সময় মুখে বোটক্সও করিয়েছিলেন। তবে সৌন্দর্যচর্চা নিয়ে তিনি কখনোই লুকোছাপা করেন না, বরং বরাবরই খোলাখুলি কথা বলেন। এ বিষয়েও তার কোনো রাখঢাক নেই।

#

এ কারণেই অনেক ভক্ত তার সাহস ও স্বচ্ছতার জন্য তাকে প্রশংসা করেছেন। এবার ঠোঁটে পুরনো ফিলার সরিয়ে ফেলতেই চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন উরফি। চিকিৎসকের ক্লিনিক থেকে ফিলার অপসারণ প্রক্রিয়ার একটি ভিডিও তিনি শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, একের পর এক সূচ ফোটানো হচ্ছে তার ঠোঁটে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে উরফি লেখেন, ‘আমি নতুন করে ফিলার করাচ্ছি না। বরং আগের ফিলারটি সরিয়ে ফেলছি, কারণ তা নষ্ট হয়ে গিয়েছিল। এজন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি তিন সপ্তাহ পর আবার ফিলার করাবো, তবে এবার আর মুখে সূচ ফুটিয়ে নয়। চিকিৎসকের পরামর্শ নিয়েই পরবর্তী পদক্ষেপ নেব। তবে এই প্রক্রিয়াটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। তাই সবকিছু চিকিৎসকের পরামর্শে করব।’

উরফির এই খোলামেলা স্বীকারোক্তি ও নিজেকে নতুন করে গড়ার প্রচেষ্টায় যেমন উদ্বিগ্ন হয়েছেন অনেকে, তেমনি প্রশংসাও করেছেন তার সাহসের জন্য।

এ সম্পর্কিত আরও খবর