মায়ের স্ট্রোকে দেরি, পরীক্ষা দিতে পারল না আয়েশা

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। পরীক্ষাগুলো দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬০৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণ করা হয়।

তবে প্রথম দিনেই ঢাকার মিরপুরে ঘটে এক হৃদয়বিদারক ঘটনা। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আয়েশা নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর পরীক্ষাকেন্দ্রে পৌঁছালেও তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। আয়েশা পরীক্ষা দিচ্ছিলেন সরকারি বাংলা কলেজ কেন্দ্রে। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক সময় পার হয়ে যাওয়ার কারণে তাকে পরীক্ষায় অংশ নিতে বাধা দেন।

আয়েশার সঙ্গে আসা খালা গণমাধ্যমকে জানান, আয়েশার বাবা নেই এবং আজ সকালেই তার মা স্ট্রোক করেছেন। মায়ের এই জরুরি অবস্থার কারণে আয়েশার কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়। এ অবস্থায় মেয়েটি কান্নায় ভেঙে পড়েন।

#

কেন্দ্রের বাইরে থাকা অভিভাবক ও সাধারণ মানুষ বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। তারা বলেন, এমন মানবিক পরিস্থিতিতে কিছুটা নমনীয়তা দেখানো উচিত ছিল।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান পরীক্ষাসমূহ সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। উল্লেখ্য, ২০২৪ সালের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন।

এ সম্পর্কিত আরও খবর