প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে অনুষ্ঠিত হয়েছে কৃতি সংবর্ধনা ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

রবিবার (২২ জুন) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক শেখ ফরিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য ও ক্লিফটন গ্রুপের পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য গিয়াস উদ্দিন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা শামসুন নাহার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিমুল কান্তি নাথ এবং আইসিটি বিভাগের প্রভাষক আল মাহমুদ শাকিল।

অনুষ্ঠানে বক্তারা কলেজের শিক্ষার্থীদের সাফল্যকে উত্তর চট্টগ্রামের শিক্ষাঙ্গনে একটি অনন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন। বক্তৃতায় শিক্ষার্থীদের সততা, পরিশ্রম ও দেশসেবার ব্রত নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

#

এ বছর কলেজ থেকে ৩৫৭ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। পাশাপাশি বিগত দুই শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত ৫৭ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ক্রেস্ট হাতে কৃতি শিক্ষার্থীরা

ক্রেস্ট বিতরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ ফটোসেশনের আয়োজন করা হয়, যেখানে সবাই একসাথে একই ফ্রেমে স্মরণীয় মুহূর্ত বন্দি করেন।

অনুষ্ঠানের শেষাংশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ইউসুফ মিয়া। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা, সুস্বাস্থ্য ও আলোকিত ভবিষ্যতের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যা কলেজের ইতিহাসে আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায় সংযোজন করলো।

এ সম্পর্কিত আরও খবর