জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বিষয়ক কর্মসূচির অংশ হিসেবে সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নেসারুল হক নুরীর সভাপতিত্বে মাদরাসা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহজাহান এবং সহকারী শিক্ষক মোহাম্মদ আরিফুল ইসলাম। বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, কারণ ও করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন।
আলোচনাসভা শেষে “জলবায়ু পরিবর্তন” বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।