মিরসরাইয়ে বিএনপির কোন্দল

জনসেবার জন্য কাজ করা—নিজেদের মধ্যে মারামারি নয়

মিরসরাইয়ে আবারও বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বারইয়ারহাটে কাশবন রেস্টুরেন্টের সামনে হামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মঈন লিটনসহ কয়েকজন আহত হয়েছেন। একজন গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন।

এই ঘটনা হঠাৎ নয়। অনেক দিন ধরেই মিরসরাই বিএনপির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। কারা কমিটিতে থাকবে, কে কাকে মানে না—এসব নিয়ে দুই গ্রুপের মধ্যে ঝগড়া লেগেই আছে।

বিএনপির এই কোন্দলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষও বিরক্ত। যারা বিরোধী রাজনীতি করে, তাদের মধ্যে যদি ঐক্য না থাকে, তাহলে তারা দেশের জন্য কীভাবে কাজ করবে—এ প্রশ্ন উঠছে।

আরেকটি বিষয় হচ্ছে, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। হামলার পর পুলিশ এলেও প্রতিকার হয়নি। বারবার এমন হলে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও মানুষের মনে সন্দেহ তৈরি হয়।

#

এখন সময় একে অন্যকে দোষ না দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের। দলকে বাঁচাতে হলে ভেতরের ঝগড়া বন্ধ করতেই হবে। রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব, জনসেবার জন্য কাজ করা—নিজেদের মধ্যে মারামারি নয়।

এ সম্পর্কিত আরও খবর