২০২৫-২৬ অর্থবছরের আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৪০ লাখ ডলার (প্রায় ১২ হাজার ৮৫৮ কোটি ৮০ লাখ টাকা)। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৩ কোটি ৩০ লাখ ডলার বা ৪ হাজার ৬৩ কোটি টাকা বেশি। প্রবৃদ্ধি ৩৪%।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার। তবে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স ছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। বিশ্লেষকদের মতে, প্রণোদনা ও প্রবাসী আয়ের পথ সহজ হওয়ায় এই ধারা অব্যাহত রয়েছে।