চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার চার্জশিট দাখিল

চট্টগ্রামের আলোচিত সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা আদালতের প্রসিকিউশন শাখায় আনুষ্ঠানিকভাবে এই চার্জশিট জমা দেন।

এ তথ্য নিশ্চিত করে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আদালতের ধার্যকৃত পরবর্তী তারিখে চার্জশিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। চার্জশিটে মোট ৪২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত ৪ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এখন পর্যন্ত ২০ জন আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আর ১৮ জন রয়েছেন পলাতক।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় উগ্র সংগঠন ইস্কন থেকে বহিষ্কৃত ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর হলে আদালত চত্বরে তার অনুসারীরা বিক্ষোভে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। আদালত চত্বরজুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এ সময় আদালতের বিপরীতে রঙ্গম কমিউনিটি সেন্টারের পাশে সহকারী কৌঁসুলি আলিফ সন্ত্রাসীদের হামলায় নির্মমভাবে নিহত হন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের চার্জশিট দাখিলের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এগোতে শুরু করেছে।

এ সম্পর্কিত আরও খবর