সীতাকুণ্ড ডিসি পার্কে ফ্লাওয়ার জোনের উদ্বোধন

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ডিসি পার্কে নতুনভাবে স্থাপিত ফ্লাওয়ার জোনের উদ্বোধন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

সোমবার (৩০ জুন ) সকালে আনুষ্ঠানিকভাবে ফ্লাওয়ার জোনের শুভ উদ্বোধন করা হয়। নবসৃষ্ট এই ফ্লাওয়ার জোনে প্রায় ৪০ প্রজাতির বাহারি ও সুগন্ধিযুক্ত ফুল স্থান পেয়েছে।

এদিন একইসঙ্গে জেলা প্রশাসক ডিসি পার্কের পুকুরে মাছ অবমুক্ত করেন, যা আগামী ১২ জুলাই ২০২৫ অনুষ্ঠিতব্য মাছ ধরার উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।

এছাড়াও তিনি ডিসি পার্কে মাসব্যাপী সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচিরও ঘোষণা দেন, যা পরিবেশ সংরক্ষণ ও পার্কের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এবং সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

এ সম্পর্কিত আরও খবর