চট্টগ্রাম সিটি গেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৪

চট্টগ্রামের সিটি গেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা ফিশারি ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন মাছ আনতে। নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে— কালা দাশ, আকাশ দাশ ও অজিত দাশ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের সামনে থাকা তিনজন মারা যান। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর