চট্টগ্রামে সড়ক ধসে যান চলাচল বন্ধ, নগরে ব্যাপক যানজট

চট্টগ্রাম নগরের ব্যস্ততম সড়ক দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী পথে অতিবৃষ্টির কারণে সড়কের একটি অংশ দেবে গেছে। এতে সড়কের এক পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং অপর পাশে ঝুঁকিপূর্ণভাবে সীমিত যানবাহন চলাচল করছে। ফলে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার উপ-পরিদর্শক (এসআই) সামশুল আলম। তিনি জানান, দিবাগত রাতের কোনো এক সময় স্টারশিপ ব্রিজ এলাকার সড়ক দেবে যায়। দুর্ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দেবে যাওয়া স্থানে বাঁশ ও লাল ফিতা দিয়ে অস্থায়ীভাবে চিহ্নিত করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এসব ব্যবস্থা পর্যাপ্ত নয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি বহুদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আগেও একই এলাকায় সড়ক ধসের ঘটনা ঘটেছে, তবে শুধুমাত্র সাময়িক মেরামতেই দায় সারেন সংশ্লিষ্টরা।

#

আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) চট্টগ্রামে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নগরের অন্যান্য সড়কেও ধসের আশঙ্কা রয়েছে।

এদিন সকালে নগরের বাদামতলী, আগ্রাবাদ, চকবাজার, বন্দর, কাতালগঞ্জ, বহদ্দারহাট ও অক্সিজেনসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে। জলজটে কর্মস্থলমুখী মানুষের দুর্ভোগ চরমে ওঠে। অনেক এলাকায় গণপরিবহন সংকটও দেখা দেয়।

এদিকে সড়কটি পরিদর্শনে গিয়েছেন নগরীর মেয়র ডা. শাহাদাত হোসাইন।

এ সম্পর্কিত আরও খবর