চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী, আর আসামিপক্ষে ছিলেন ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা ছিল।
২০২৩ সালের ২৬ নভেম্বর জামিন শুনানির দিন আদালতপাড়ায় সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এ ঘটনায় হত্যাসহ ছয়টি মামলা হয়। মোট গ্রেপ্তার ৫১ জনের মধ্যে ২১ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে।