চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজ হওয়ার দুই দিন পর নয়ন কুমার নাথ (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মুরাদপুর ইউনিয়নের মুক্তা পুকুরপাড় এলাকার একটি গাছ থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নয়ন সীতাকুণ্ড বাজারের একটি দোকানে বিক্রয়কর্মী ছিলেন। তার বাবা জানান, পাওনাদারের চাপের মুখে নয়ন মায়ের গয়না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান, এরপর থেকেই নিখোঁজ। পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি জানান, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং পরিবারের অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।