৯০ হাজার চারা ধ্বংস করে ক্ষতিপূরণ দিলেন কৃষি কর্মকর্তা

‎সীতাকুণ্ডে একদিনেই প্রায় ৯০ হাজার পরিবেশবিরোধী গাছের চারা ধ্বংস করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। অভিযানে অংশ নেওয়া নার্সারি মালিকদের ক্ষতিপূরণ হিসেবেও দেওয়া হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখার ১৫ মে জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হয়। এই দুই প্রজাতিকে ‘আক্রমণাত্মক ও পরিবেশবিনাশী’ গাছ হিসেবে চিহ্নিত করে সরকার তাদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।

এরই অংশ হিসেবে সোমবার (তারিখ দিন) সীতাকুণ্ড উপজেলার অন্তত ১০টি নার্সারিতে অভিযান চালান উপজেলা কৃষি কর্মকর্তা। অভিযানে ইউক্যালিপটাস ও আকাশমনি প্রজাতির মোট ৯০ হাজার ৭০০টি চারা ধ্বংস করা হয়। প্রতিটি চারা বাবদ নার্সারি মালিকদের দেওয়া হয় ৪ টাকা করে ক্ষতিপূরণ—মোট ৩ লাখ ৬২ হাজার ৮০০ টাকা।

কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, “এই গাছগুলো ভূমির পানির স্তর নিচে নামিয়ে আনে, জৈব বৈচিত্র্য ধ্বংস করে এবং কৃষি জমির ক্ষতি করে। তাই সরকারি নির্দেশনার আলোকে আমরা অভিযান পরিচালনা করেছি।”

#

তিনি আরও জানান, ভবিষ্যতে নার্সারিগুলো যাতে এ ধরনের চারা উৎপাদন ও বিপণন না করে, সে বিষয়ে অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর