চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি লরির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন শুকলাল দাস (৪২) নামে এক পিকআপ চালক।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেইট এলাকায় মা ফাতেমা ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শুকলাল দাস ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁও গ্রামের জেলেপাড়া এলাকার বাসিন্দা এবং তেজেন্দ্র দাসের পুত্র।
হাইওয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে শুকলাল দাস তার পিকআপটি ফেলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় দ্রুতগামী একটি লরি এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান এবং লরির চাকায় পিষ্ট হন। শরীরের উপরের অংশ থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাইয়ের ছেলে রানা জানান, “আমার চাচ্চু পিকআপ রেখে রাস্তার পাশে দাঁড়ায়। হঠাৎ একটি বেপরোয়া লরি ধাক্কা দিলে তিনি পড়ে যান এবং পিষ্ট হয়ে মারা যান। তার তিনটি কন্যা সন্তান রয়েছে।”
বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মমিন জানান, “ঘটনার পর ঘাতক লরিটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”