মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযান, আটক ৩৯৬ বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন বিভাগ চালিয়েছে বড়সড় অভিবাসনবিরোধী অভিযান। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে বুকিত বিনতাং এলাকায় পরিচালিত ‘অপস বেলাঞ্জা’ অভিযানে ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়। তাদের মধ্যে ৩৯৬ জনই বাংলাদেশি।

অভিযান শুরুর আগে পুরো এলাকা লকডাউন করে তিন ব্লকের সব প্রবেশ ও প্রস্থান পথ অবরুদ্ধ করে রাখে কর্তৃপক্ষ। পর্যটকে ভরা সড়কজুড়ে প্রায় দুই ঘণ্টার এ অভিযানে দুই হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে এক হাজার ৬০০ জন ছিলেন বিদেশি আর ৮৪৫ জন স্থানীয় নাগরিক।

গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ৩৯৬ জন ছাড়াও মিয়ানমারের ২৩৫, নেপালের ৭২, ভারতের ৫৮, ইন্দোনেশিয়ার ১৯ এবং আরও কয়েকটি দেশের ৯ জন নাগরিক রয়েছেন।

অভিবাসন বিভাগের পরিচালক বাসরি ওসমান জানান, বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া এবং অনুমতি ছাড়া কাজ করাই গ্রেপ্তারের মূল কারণ। তিনি বলেন, বুকিত বিনতাং দীর্ঘদিন ধরে অনিবন্ধিত শ্রমিকদের হটস্পট হিসেবে পরিচিত। তিন সপ্তাহের নজরদারির পর অভিযান চালানো হয়। এসময় একটি গোপন জুয়ার আসরও ধরা পড়ে, যেখানে কয়েকজন বিদেশি অনলাইন জুয়া খেলছিলেন।

#

আটককৃতদের প্রাথমিক যাচাই শেষে অভিবাসন দপ্তরে নেয়া হচ্ছে এবং পরবর্তীতে আটককেন্দ্রে পাঠানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। একইসঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি আরও বাড়ানো হবে, যাতে অনুমোদিত কোটার বাইরে বিদেশি কর্মী নিয়োগ না দেয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর