মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা, ফেরত পাঠানো হলো ৮০ বাংলাদেশিকে

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ না হওয়ায় ৮০ বাংলাদেশিসহ মোট ৯৯ বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

২৫ জুলাই মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (একেএফিএস) নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ৪০০ জনেরও বেশি যাত্রীর পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হয়। যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় ও ৯ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন।

একেএফিএস জানায়, সন্দেহজনক ভ্রমণের উদ্দেশ্য, নথিপত্রের ঘাটতি এবং অভিবাসন শর্ত পূরণে ব্যর্থতার কারণে তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অভিযানে ব্যাকগ্রাউন্ড চেক, নথি যাচাই ও ব্যক্তিগত সাক্ষাৎকার নেওয়া হয়। কেএলআইএ টার্মিনাল ১-এর মনিটরিং ইউনিট ও ইন্টিগ্রিটি ইউনিট যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

এর আগের দিন, ২৪ জুলাই একই ধরনের অভিযানে আরও ১২৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। এ নিয়ে দুই দিনে মোট ২০৩ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো।

এ সম্পর্কিত আরও খবর