সৌদি আরবে অনুমতি ছাড়া সমুদ্র থেকে মাছ ধরার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির উপকূলীয় নিরাপত্তা ইউনিট। আসির অঞ্চলের আল-কাহমাহ এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার (১১ জুলাই) সৌদি গ্যাজেটের প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তারকৃত বাংলাদেশির কাছে বিপুল পরিমাণ অবৈধভাবে শিকার করা মাছ পাওয়া গেছে। এটি সৌদি আরবের সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘনের একটি সুস্পষ্ট উদাহরণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে উপকূলীয় ইউনিট।
সৌদি সীমান্তরক্ষী বাহিনী প্রবাসী এবং পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা সামুদ্রিক ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আইন মেনে চলেন। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অনুমতি ছাড়া সমুদ্র থেকে মাছ ধরার মতো অপরাধে সৌদি আইন অনুযায়ী শুধু জরিমানা নয়, প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর মতো কঠোর সিদ্ধান্তও গ্রহণ করা হতে পারে। যদিও প্রত্যক্ষভাবে ফেরত পাঠানো না হলেও, আইনি জটিলতায় এমন পরিস্থিতির মুখে পড়তে পারেন অভিযুক্ত ব্যক্তি।