বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলায় ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের উদ্যোগে সম্প্রতি শুরু হয়েছে মধ্যম তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ ও মধ্যম তালবাড়িয়া সড়কের সংস্কার কাজ।
জানা গেছে, বন্যার পানিতে সড়কটি সম্পূর্ণভাবে ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল।
সড়ক সংস্কার কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির, বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল কবির; থানা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন; ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
এলাকাবাসী জানান, সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য বহুদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। অবশেষে জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ববোধ থেকে এ কাজের উদ্যোগ নিয়েছে।
উপজেলা আমির নুরুল কবির বলেন,
“জামায়াতে ইসলামী সবসময় জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তালবাড়িয়া এলাকার এই সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিল। বিশেষ করে কোমলমতি ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছিল। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এলাকাবাসীর সহযোগিতায় এ সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছি। আমরা চাই, একটি ন্যায়ের সমাজ গঠনে জনগণের পাশে থেকে কাজ করে যেতে।”
উল্লেখ্য, সড়কটি স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা, যা দীর্ঘদিন অব্যবস্থাপনায় বিপজ্জনক হয়ে উঠেছিল।