আশুরা উপলক্ষে রাজধানীতে শোকাবহ তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের আয়োজনে শোকাবহ তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে।

রোববার সকাল সাড়ে ১০টায় পুরান ঢাকার হোসাইনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডি লেকে (অস্থায়ী কারবালা) গিয়ে শেষ হয় দুপুর আড়াইটায়।

মিছিলে ছিল শোকের ব্যানার, পাঞ্জা, আলম, মাতম, দুলদুল ঘোড়া ও জারি তাজিয়া। কালো পোশাকে অংশ নেওয়া শোকানুরাগীরা মাতম করে স্মরণ করেন কারবালার বিয়োগান্ত অধ্যায় ও ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগ।

প্রথমবারের মতো শিশুদের মাধ্যমে মিছিলে ফল ও হালকা খাবার বিতরণের দৃশ্যও নজর কাড়ে।

#

হোসাইনি দালান ছাড়াও মোহাম্মদপুর, মিরপুর, বড় কাটরাসহ বিভিন্ন এলাকাতেও আশুরা পালন করা হয় ধর্মীয় ভাবগাম্ভীর্যে।

মিছিলে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি র‍্যাব, সেনাবাহিনী, সোয়াট ও গোয়েন্দা সংস্থার সক্রিয় উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

উল্লেখ্য, ৬১ হিজরির ১০ মহররম কারবালায় ইমাম হুসাইন (রা.)-এর শাহাদাতের স্মরণেই প্রতিবছর শোক ও শ্রদ্ধায় এই আয়োজন করে শিয়া সম্প্রদায়।

এ সম্পর্কিত আরও খবর