খৈয়াছড়া ঝরনায় সচেতনতা কার্যক্রমে স্বপ্নতরী-৭১

চট্টগ্রামের মিরসরাই উপজেলার নয়নাভিরাম খৈয়াছড়া ঝরনা পর্যটকদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য। তবে সৌন্দর্যের আড়ালে এই ঝরনা ক্রমেই এক মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। সম্প্রতি ঝরনা ও আশপাশের জলপ্রপাতগুলোতে ডুবে একাধিক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই উদ্বেগজনক পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নতরী-৭১’।

শুক্রবার (৫ জুলাই) দিনব্যাপী সংগঠনটির সদস্যরা খৈয়াছড়া ঝরনায় যাওয়ার পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক ব্যানার ও পোস্টার লাগান। এসবের মাধ্যমে পর্যটকদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয় এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি নুরুন নবী বলেন, “খৈয়াছড়া বাংলাদেশের অন্যতম নয়নাভিরাম প্রাকৃতিক ঝরনা হলেও অনেক পর্যটক ঝুঁকি না বুঝে আসেন। গাইডলাইনের অভাবে প্রায়ই ঘটে দুর্ঘটনা। আমরা চাই, সবাই যেন দায়িত্বশীল আচরণ করেন, প্রকৃতিকে ভালোবাসেন এবং নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করেন।”

#

সংগঠনটির লাগানো পোস্টার ও ব্যানারে পর্যটকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— ঝরনায় প্রবেশের সময় সাবধানতা অবলম্বন, ঝুঁকিপূর্ণ জায়গায় না ওঠা, প্লাস্টিক বা ময়লা ফেলা থেকে বিরত থাকা এবং স্থানীয় নির্দেশনা মেনে চলা।

দিনব্যাপী এই সচেতনতামূলক কর্মসূচিতে সংগঠনের সভাপতি নুরুন নবীর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মুসলিম উদ্দিন, প্রচার সম্পাদক নাইমুর রহমান, স্বাস্থ্য সম্পাদক মো. লোকমান, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম রাকিব এবং সদস্য নাঈম হোসেন মুন্না, শাহরিয়ার হোসেন আবির, সাকিব হোসেন ও ইরফান হোসেন সাদিক।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ পর্যটকদের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হবে এবং খৈয়াছড়া ঝরনায় দুর্ঘটনার হার কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত আরও খবর